রাউজানে মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ ভাংচুরের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ৩০, ০১:১৭ অপরাহ্ন

রাউজানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদ মুক্তিযোদ্ধা মো.মুছার স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিসৌধ ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া বাজারের উত্তরকুলে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটি ভাংচুর করা হয়।

এর প্রতিবাদে  শুক্রবার বিকালে পশ্চিমগুজরা ইউনিয়নের কাগতিয়া বাজারের উত্তর পাশে স্মৃতিসৌধে সামনে প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সঙ্গে একাত্বতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খানসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্মৃতিসোধ ভাংচুরের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমন্ডার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী। বক্তব্য বীর মুক্তিযোদ্ধা খোকন কান্তি বড়ুয়া। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে, পৌর আবু ছালেক, ইউপি সদস্য আবদুল্লাহ আল মাসুদ, আসাদ হোসেন, সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন ইমু, ছাত্রনেতা অনুপ চক্রবর্তী, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, মো.আসিফ, আরমান সিকদার, নাছির উদ্দীন,ইমরান হোসেন জীবন, ওয়াহেদ বাবলু, সাজ্জাদ মাহমুদ, রায়হানুল ইসলাম। এছাড়ামুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কেউ সঠিক তথ্য জানাতে পারেনি। তবে স্মৃতিসোধের একপাশে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।  চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework