রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় ডাবুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যায় ডাবুয়া হাছানখীল ফুলটিলাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা এরশাদ চৌধুরী।
ছাত্রদল নেতা মোহাম্মদ আবু তাহের রাফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাবুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, ডাবুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল শুক্কুর, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম এবং শ্রমিক দল নেতা মোহাম্মদ রফিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী বাদশা, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, মোহাম্মদ রফিক এবং ডাবুয়া ইউনিয়ন যুবদল নেতা টিপু দে। এছাড়া যুবদল নেতা মোহাম্মদ হেলাল, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ লোকমান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রহিম বাদশা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ এরশাদ, যুবদল নেতা মোহাম্মদ কালু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মুনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মাসব্যাপী ডাবুয়া ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডে প্রায় এক হাজার নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং ডাবুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাস্তবায়িত হয়। শেষ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।