রাউজান উপজেলার পশ্চিম গুজরার অখিল মহাজনের বাড়িতে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) সারাদিনব্যাপী শিবকল্প তরু মহাযোগী, ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং উত্তরায়ণ সংক্রান্তি উৎসব উপলক্ষে মহামহতী শ্রীমদ্ভগবদগীতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রীশ্রী গীতামৃত পরিবেশনা করেন শ্রী অমর কৃষ্ণ ভট্টাচার্য্য ও তার দল।
এই ধর্মীয় অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল দে, সৃজন মহাজন, সুমন ঘোষ, টিটু ঘোষ, দিলীপ দে, রাজেশ দে, রূপম ঘোষ, কাঞ্চন মহাজন, অন্তর দে, অরুণ দে, শুভ মহাজন, প্রদীপ দে, রিমন দে, অভিষেক দে, অনিল মহাজন, অরুণ দে, সুত্তম মহাজন এবং উত্তম মহাজন প্রমুখ।
উত্তরায়ণ সংক্রান্তি উৎসবে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ উপস্থিত হন এবং প্রসাদ গ্রহণ করেন।