রাউজানে চাঁদাবাজি করতে গিয়ে ৫০ হাজার টাকাসহ আটক আবু জাফর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ০২, ০৬:২১ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজান পৌর এলাকায় একটি ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে ইটভাটা থেকে আদায়কৃত ৫০ হাজার টাকাসহ আবু জাফর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২ ডিসেম্বর সোমবার বেলা পৌনে ১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল এলাকার ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাউজান ব্রিকস মেনুফেকচার (আরবিএম) এর অফিস থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়ো হাজীর বাড়ির মৃত শহীদুল হকের পুত্র। অভিযানে অংশ নেওয়া রাউজান থানা পুলিশ জানায়, ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ'র কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল জাফর। সোমবার ৫০ হাজার টাকা দেওয়ার সম্মতি জানালে ইটভাটা মালিকের কাছ থেকে আরও টাকা দাবি করায় ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করেন । পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আদায়কৃত ৫০ হাজার টাকা চাঁদাসহ জাফরকে আটক করেন।

ইতি পূর্বেও ওই চাঁদাবাজকে ২০ হাজার টাকার চাঁদা প্রদানের কথা জানিয়েছেন ভুক্তভোগী ইটভাটা মালিক এস.এম শহিদুল্লাহ। ইটভাটা মালিকের গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, চাঁদাবাজকে চা দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর দাবিকৃত ৩০ লাখের মধ্যে ৫০ হাজার টাকা প্রদান করা হলে ঢাকা পরে দেওয়ার কথা বলেন চাঁদাবাজ জাফর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাঁদার টাকাসহ গ্রেপ্তার করে থানায় মামলা রুজু শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ। স্থানীয়দের দাবি, জাফর কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তবে তার দলীয় কোনো পদ পদবি নেই বলে নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল ইসলাম চৌধুরী এই বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের (শিল্পাঞ্চল ও ডিবি) বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিকদের বলেন। এই বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের (শিল্পাঞ্চল ও ডিবি) সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework