রাউজানে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : সোমবার, ২০২৪ মে ২০, ০২:১০ অপরাহ্ন

রাউজান  সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তার মাধ্যমে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০ মে সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে রাউজান উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,  সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান ।

সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুম কবির।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সরকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, সার বিতরণ ছাড়াও ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ বিতরণ করায় কৃষকরা লাভবান হচ্ছে। রাউজানে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করায় এই উপজেলা শষ্য ভান্ডারে পরিণত হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework