রমজানে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান সিএমপি’র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ১২, ১০:৫২ পূর্বাহ্ন

রমজান মাসে চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ রাস্তায় কোনো প্রকার খোঁড়াখুঁড়ি না করা আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

তিনি বলেন, ‘যানজট কমাতে রাস্তার কাজে সিএমপির সঙ্গে সমন্বয় করলে মানুষের ভোগান্তি কমবে। এসময় যদি কোনো কারণে খোঁড়াখুঁড়ি করার প্রয়োজন হয় সিএমপিকে জানান।’

সোমবার (১১ মার্চ) আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভায় সিএমপি কমিশনার চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর প্রতি এ আহ্বান জানান।

সংস্থাগুলো পুলিশকে সহায়তা করছে না- এমন অভিযোগ করে সিএমপি কমিশনার বলেন, ‘ম্যাক্স এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করছে, সেখানে মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। ম্যাক্সের সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সম্পর্ক। অথচ সিডিএর কোনো প্রতিনিধি আজ আসেননি। আমাদের কেউ সহযোগিতা করে না। মানুষ সবকিছুতে পুলিশকে দোষ দেয়।’

তিনি বলেন, ‘মানুষ সবসময় দাবি চাপিয়ে দিতে পছন্দ করেন। কিন্তু তাদেরও যে একটা কর্তব্য আছে, সেটি তারা ভুলে যান। নিয়মিত বাজার মনিটরিংসহ মহানগরী এলাকায় রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতা দরকার।’

এসময় মার্কেট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে দোকান মালিক সমিতির উদ্দেশে সিএমপি কমিশনার বলেন, ‘মার্কেটের যানজট নিরসনের জন্য রাস্তায় ও মার্কেটের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং না করা। মার্কেটসমূহে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন ও মার্কেটগুলোতে পর্যন্ত লাইটিং এবং জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে।’

‘বখাটে যুবক, হিজড়ার উৎপাত, সন্দেহজনক নারীদের মার্কেটে অহেতুক ঘোরাফেরা সংক্রান্ত তথ্য নিকটস্থ থানাকে অবহিত করতে হবে। মার্কেটের প্রবেশপথ, ফুটপাত, রাস্তা হকারমুক্ত রাখতে হবে। টানা পার্টি, ময়লা ছিটানো পার্টি, ছিনতাই পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র চিহ্নিত হলে পুলিশকে অবহিত করতে হবে। বলেন কৃষ্ণ পদ রায়।

এসময় তিনি গার্মেন্টস কর্মীদের নিয়ম অনুযায়ী ছুটি প্রদান করতে ও কোনো গার্মেন্টসে শ্রমিকদের বেতন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আগে থেকে পুলিশকে অবহিত করতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework