রাঙ্গুনিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাঙ্গুনিয়ার উদ্যোগে শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে সরফভাটা দুর্গম পাহাড়ি জনপথ সরফভাটা আশ্রয়ন প্রকল্প এলাকায় দুইশত মানুষের মাঝে ভালোবাসার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মানবিক রাঙ্গুনিয়া প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাঙ্গুনিয়ার কৃতি সন্তান রেজাউল করিম রেজা। মানবিক রাঙ্গুনিয়া সদস্য ওসমান সিকদারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানবিক রাঙ্গুনিয়া উপদেষ্টা ওসমান গনি চৌধুরী, প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার (ওসি) জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইমাম আজম আবু হানিফা স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আবছার, উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন, মহিবুল্লাহ মারুফী, নাসিম উদ্দিন সিকদার, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল করিম চৌধুরী, আবু বক্কর, মোজাফফর হোসেন শাহাদাত, ইস্কান্দার মির্জা, বেলাল হোসেন প্রমুখ।