মাইজভান্ডার দরবারে প্রধান বিচারপতির উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০৪:২২ অপরাহ্ন

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারত করেছেন।

গত ১৮ জানুয়ারি শনিবার তিনি গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি, হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি, শাহসূফী সৈয়দ আবুল বশর মাইজভান্ডারি ও সৈয়দ মুঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারীর পবিত্র রওজা শরীফ জেয়ারত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর সাজ্জাদানশীন হজরত মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, সৈয়দ ফরহাদ আহমদ মাইজভাণ্ডারী, মাইজভান্ডারের আওলাদে পাক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হঠাৎ এই মাইজভান্ডার সফর সম্পর্কে গাউছিয়া রহমান মনজিলের তত্ত্বাবধায়ক সফিকুর রহমান মেম্বার জানান, প্রধান বিচারপতির বোনের শ্বশুরবাড়ি মাইজভান্ডারে। মূলত এটি ছিল একটি পারিবারিক সফর এবং দরবার শরিফ জেয়ারতের উদ্দেশ্যে তিনি এখানে আসেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework