মাইজভাণ্ডার দরবার শরীফে ওরশের আমন্ত্রণে বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ১১:২৭ পূর্বাহ্ন

উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক. খ. গ. জোনের আওতাধীন সকল শাখার উদ্যোগে বর্ণাঢ্য মোটর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে মোটর র‌্যালিটি শুরু হয়ে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, রাউজান উপজেলা সদর, চট্টগ্রাম-রাঙামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক এবং নোয়াপাড়া পথের হাট হয়ে রাউজান নোয়াপাড়া সড়ক পেরিয়ে নোয়াজিষপুর মুঈনিয়া আজিজিয়া মাদ্রাসা, উম্মুল আশেকিন সৈয়দা সাজেদা খাতুন হেফজখানা ও এতিমখানার মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। 

র‌্যালিতে মোটরসাইকেল, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ হাজারো গাড়ি নিয়ে মাইজভাণ্ডারী আশেক ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে রাউজান। এই র‌্যালির মাধ্যমে আগামী ২৪ জানুয়ারি মহান ১০ মাঘ গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ওরশ শরীফের দাওয়াত দিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে রুহানি ফয়েজ হাসিল করার আহ্বান জানানো হয়।

র‌্যালি উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সচিব মুহাম্মদ আলী মাস্টারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জে. এ. এম. ইকবাল হাসান। 

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান, নাছিম উদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, ইউছুপ আলী, প্রফেসর আবু তাহের, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, জাকের হোসেন মাস্টার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, রাউজান উপজেলা ক. খ. গ. জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর, আবু তৈয়ব মাস্টার, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম, মিনহাজুল আবেদিন, টিটন বৈদ্য, নাজিম উদ্দিন কালু, আক্কাস উদ্দিন মানিক এবং এস. এম. ইউছুপ আমিন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework