ভবন থেকে লাফিয়ে প্রাণ দিল গৃহবধূ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত : শনিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৪, ০৭:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে চাঁনমারি রোডের সিরাজ টাওয়ারে এ ঘটনা ঘটে।

 তাহমিনা ইকবাল আরশি নন্দনকানন এলাকার ইকবাল উদ্দিনের মেয়ে। তার স্বামী মো. আকরাম খাঁন কুমিল্লার একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা।

কাজের সুবাদে তারা কুমিল্লাতেই বসবাস করতেন।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন,  লালখান বাজার এলাকা থেকে ভবন থেকে পড়ে আহত এক গৃহবধূকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ্ বাংলানিউজকে বলেন, ‘আরশি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে’।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework