বোয়ালখালীর মেধসমুনি আশ্রমে পালিত হলো সাধক বুলবুলানন্দ গিরি মহারাজের তিরোধান উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ Jun ১৬, ০২:২৩ অপরাহ্ন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড়বেষ্টিত, উপমহাদেশের অন্যতম প্রাচীন সনাতন তীর্থস্থান শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধসমুনি আশ্রমে অনুষ্ঠিত হয়েছে আশ্রমের সর্বজন শ্রদ্ধেয় সাধক শ্রীমৎ বুলবুলানন্দ গিরি মহারাজের তিরোধান উৎসব।

সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহারাজের স্মরণে আয়োজন করা হয় চণ্ডীযজ্ঞ ও মহানামযজ্ঞ। দ্বিতীয় পর্বে আশ্রম প্রাঙ্গণে আয়োজিত হয় এক হৃদয়স্পর্শী স্মৃতিচারণ সভা, যেখানে সভাপতিত্ব করেন আশ্রমের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

স্মরণসভায় দেশজুড়ে বিভিন্ন মঠ, মন্দির ও আশ্রম থেকে আগত সাধু-সন্ন্যাসী ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্রমের নবনির্বাচিত অর্থ সম্পাদক রতন রক্ষিত, গোমদণ্ডী যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শ্যামা প্রসাদ দাশগুপ্ত শ্যামল প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে আগত ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। ভক্তি ও শ্রদ্ধায় পরিপূর্ণ এই তিরোধান উৎসবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নর-নারী ভক্তবৃন্দের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework