বোয়ালখালীতে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ এপ্রিল ১৩, ০১:১৮ অপরাহ্ন

বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মীরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার আবু ফয়েজ (২৫), পটিয়ার খরনখাইন ৩ নম্বর ওয়ার্ড বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপরজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়ামুখী দ্রুতগামী বাস অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।  

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীতে দরবারের মাহফিলে এসেছিলো। সকালে বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আরও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  বাস চালক জাগের হোসেনকে আটক করা হয়েছে।  অটোরিকশায় চালকসহ ৬ জন যাত্রী ছিলেন।

এদিকে সকাল পৌনে ১১টার দিকে আহত ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক। তিনি জানান, আবদুল জলিল নামের আহত আরেকজনকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework