বোয়ালখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা মহিলার মামলা

বোয়ালখালী প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ সেপ্টেম্বর ২৯, ০৫:০৪ অপরাহ্ন

চট্টগ্রামের বোয়ালখালীতে এক বিধবা মহিলার চলাচলের পথ দখল করতে গিয়ে মামলার আসামী হয়েছেন মো.এনামুল হক সজীব নামের এক ইউপি সদস্য। তিনি সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয়রা জানান, গত ২৭ সেপ্টেম্বর ভোরে সারোয়াতলীর ৩নং ওয়ার্ডের বিধবা রুজি আক্তারের বাড়ির যাতায়াত পথ দখল করতে লোকজন নিয়ে যান ইউপি সদস্য সজীব এবং রুজি আক্তারকে মারধর করা হয়। এসময় চলাচলের পথে পাকা দেওয়াল নির্মাণ করতে চাইলে এলাকাবাসীর হাতে লাঞ্চিত হন সজীব। পরে রুজি আকতার ৯৯৯-এ কল দিয়ে সহায়তা চাইলে বোয়ালখালী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর ইউপি সদস্য সজীবকে প্রধান আসামী করে ১০জনের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন রুজি আকতার। মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা বাদী রুজি আক্তার বলেন, বিরোধীয় জায়গা দিয়ে ৫টি পরিবারের লোকজন চলাচল করে আসছে দীর্ঘদিন ধরে। চলাচলের পথ দখলে নিতে একটি পরিবার চেষ্ঠা করলে গত বছরের ১১ নভেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আমার দেবর জাহেদুল আলম একটি মামলা দায়ের করলে আদালত স্থিতাবস্থা বজায় রাখতে বলেন। মামলাটি চলমান রয়েছে। এরই মধ্যে অন্য ওয়ার্ডের ইউপি সদস্য সজীব জায়গাটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন। তিনি রাতের আঁধারে লোকজন নিয়ে আমাকে মারধর করে দেওয়াল নির্মাণের চেষ্ঠা করেন। এ ঘটনাটি সিসিটিভি ক্যামরায় রেকর্ড রয়েছে। আমি এর সুবিচার চাই।   

ইউপি সদস্য মো.এনামুল হক সজীব বলেন, ‘চলাচল পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানতাম না।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, ‘২৭ সেপ্টেম্বর ভোরে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিরোধীয় জায়গাটিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework