বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম উপ-কমিটির সদস্য হলেন সাতকানিয়ার সমশুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ মার্চ ১৩, ০৩:১৩ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সাতকানিয়ার কৃতি সন্তান, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সমশুল ইসলাম।

মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটিতে মোট ২১৫ জনকে ঠাঁই দেয়া হয়েছে। সেখানে উপরের সারিতেই সমশুল ইসলামের নাম প্রকাশিত হয়েছে।

উক্ত কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য  খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল মোস্তফাকে  সদস্য সচিব করা হয়েছে।

এ বিষয়ে কমিটিতে স্থান পাওয়া সমশুল ইসলাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,  ধর্ম বিষয়ক উপ কমিটিতে ঠাঁই পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপকমিটিতে স্থান দিয়ে দলের কাজ করার সুযোগ করে দিয়েছে।

 আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি, বীর চট্টলার সুর্যসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাল্লাহ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework