বাঁশখালী পৌরসভায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ ও মেধা সম্মাননা বিতরণ

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ৩০, ১২:৪৩ পূর্বাহ্ন

বাঁশখালীর পৌরসভা ৭ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ ও মেধা সম্মাননা বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে পৌরসভার ৭ নং ওয়ার্ড আস্করিয়া পাড়া এলাকায় বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর যুবদলের সদস্য ওসমান গণি মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। পৌরসভা ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ রাকিব ও সাধারণ সম্পাদক আলমগীর লাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজুর রহমান, শের আলী বহদ্দার,আমির হোসেন, আনিসুল হক চৌধুরী মিঠু, শহিদুল হক চৌধুরী, নাছির উদ্দিন,আমিনুল ইসলাম,বেলাল উদ্দিন,শোয়াইব,আরো উপস্থিত ছিলেন,যুবদল নেতা মর্তুজা আলী, কফিল উদ্দিন, জিয়াউল হাছান হোসাইনী,জাহাঙ্গীর,তাফহিমুল আলম,আমিনুর রহমান,রিফাদুল ইসলাম রুবেল, এহসান,পারভেজ, মিশু, বাশার, করিম, ইসমাইল, শফিক, ছাত্রদল নেতা রিদুয়ান, আজিম,হানিফ, আজিজ,জামাল, মোশাররফ, সেলিম, সৈকত, ইপন প্রমুখ নেতৃবৃন্দসহ শিক্ষা উপকরণ ও মেধা সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সঠিক পরিচর্যা ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে আগামীর বৈষম্যহীন আদর্শ নেতৃত্ব গঠনে জাতীয়তাবাদী পরিবারের এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী বলেন, দুর্নীতিমুক্ত ও উন্নত জাতি এবং দেশ গঠনে শিক্ষার বিকল্প নেই। পড়া-লেখায় মনোযোগ ও শিশু শিক্ষার্থীদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে শিক্ষা উপকরণ ও মেধা সম্মাননা বিতরণ আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework