বাঁশখালীতে ব্রীক ফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী,চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ১৬, ০৪:৩০ অপরাহ্ন

বাঁশখালীর বাহারচড়ার রত্নপুর জেবিএম ব্রীক ফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই এলাকার ছুপি আলমসহ ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহারচড়া ইউপির ৮ নং ওয়ার্ড রত্নপুর এলাকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এমানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, গাজী ব্রীক ফিল্ড মালিক আজিজ ও তার ভাই আমিন গংরা স্থানীয় ছুপি আলম নামে এক অসহায় পরিবারের বসতভিটা দখল করে মাটি কেটে নেওয়া ও বেশ কিছু অসহায় পরিবারের মানুষের জায়গা- জমি দখল করে অবৈধ ভাবে ইট ভাটা স্থাপন করে ব্রীক ফিল্ড কার্যক্রম পরিচালনা করে আসছিল। ব্রীক ফিল্ড মালিকের এমন অনৈতিক কাজের প্রতিবাদ করাতে সাম্প্রতিকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বেশ কিছু অসহায় পরিবারের মানুষের শেষ সম্বলটুকু দখল করে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করে আসছিল।

এসময় তারা আরও বলেন, ভুক্তভোগীদের নামে আওয়ামী লীগের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, দখলকৃত জায়গা -জমি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান, মুন্সী আলম, জসিম উদ্দিন, মোঃ মফিজ, মোঃ ফরিদ, মনছুর আহমদ, খাইর আহমদ, খুরশিদ আলম, ছুপি আলম, দিল মোহাম্মদ, মোঃ সেলিম, মোঃ আকতার, মোঃ জসিম উদ্দিনসহ অন্তত অর্ধশতাধিক পরিবারের সদস্যরা এমানবন্ধনে  অংশ গ্রহণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework