বাঁশখালীতে প্রবীণ আইনজীবীর বাসায় চুরির ঘটনা: ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২০, ০৫:০৬ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীর প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হকের বাসায় চুরির ঘটনা ঘটেছে, এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্তত ১৫ লক্ষাধিক মালামাল লুটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার আদালত ভবনের পূর্ব পাশে জমির কোম্পানির বিল্ডিংয়ের নিচ তলাস্থ দক্ষিণ কর্ণার ফ্লোরে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, শুক্র-শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় স্ব-পরিবারে চট্টগ্রাম শহরে যান প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক। রবিবার (১৯ জানুয়ারি) বাসায় এসে আলমারিতে থাকা কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় রুমের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন এবং বাসার কর্ণারের রুমের বেলকনির একটি গ্রীল কাটা অবস্থায় দেখতে পান। এতে বাসায় চুরি সংগঠিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন তারা।

এ বিষয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক বলেন, সরকারি বন্ধের দিন থাকায় পরিবারসহ চট্টগ্রাম শহরে গিয়েছিলাম, পরে বাসায় এসে আলমারির কাপড়-চোপড়সহ মালামাল ফ্লোরে ছিটানো অবস্থায় দেখতে পাই এবং রুমের বাইরে বেলকনির একটি গ্রীল কাটা অবস্থায় দেখতে পেয়েছি, বাসায় কেউ না থাকার সুযোগে হয়তো গ্রীল কেটে চুরির ঘটনা ঘটিয়েছে চোরের দল। এ সময় তিনি আরও বলেন, আমার স্ত্রীর এবং আমার পুত্রবধূর বেশ কিছু স্বর্ণালংকার ছিলো এবং প্রয়োজনের জন্যে নগদ টাকাও রেখেছিলাম, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বেশ মালামাল লুটে নিয়ে গেছে। এবিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানান এআইনজীবী।
এদিকে একজন প্রবীণ আইনজীবীর বাসায় এধরণের চুরির ঘটনা সংগঠিত হওয়ায় আইনজীবীদের মধ্যে একধরনের ক্ষোভ ও আতংক বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এবিষয়ে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, আইনজীবী সাহেবের পরিবারের কেউ তিন দিন যাবৎ বাসায় ছিলোনা বলে জানতে পেরেছি, বাসায় কেউ না থাকার সুযোগে হয়তো এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework