বঙ্গোপসাগরে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ২১, ০৪:৫৯ অপরাহ্ন

বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারা চ্যানেলে অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার  করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে রায়পুর ইউনিয়নস্থ বঙ্গোপসাগরের সাঙ্গু নদীর মোহনায় নিয়মিত নিরাপত্তা টহলকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শাহাদাত হোসেন(৩২), মোঃ সাঈদ(২১),মোহাম্মদ হোসেন(২৮),মোঃ রাকিব(২০), তানভীর রহমান জিসান(২৩), মোঃ সাগর(২৬)।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়,  দুইটি বোটে ডাকাত দলের সদস্যরা অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় সাঙ্গু নদীর মোহনায়। এসময় পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তিতে ডাকাতের বিষয়টি সত্যতা পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে
আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, " কোস্টগার্ড আটক করে তাদের থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার দুপুরে মামলা রুজি করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework