ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে হাজী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১৯, ০৪:১৫ অপরাহ্ন

হজ্ব আল্লাহর সন্তুষ্টি ও নিজেকে পরিশুদ্ধ করার অন্যতম নির্যাস।

৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে হাজী সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আ.জ.ম. নাছির উদ্দীন।

সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব আলী, বেলাল আহমদ বেলাল, মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, আওয়ামী লীগ নেতা হাজী জাহাঙ্গীর আলম, বোয়ালখালী পৌর মেয়র ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্টেশন রোড জামে মসজিদের খতিব মামুনুর রশিদ নুরী, মোনাজাত পরিচালনা করেন আলকরণ বাইতুর রহমান জামে মসজিদের খতিব আবদুর রহমান, অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার কোন বিকল্প নেই। একজন মুমিন মুসলমান সবসময় কল্যাণের প্রতি ধাবিত হয়। তাই সকল ভালো কাজ আল্লাহর সন্তুষ্টি লাভে একজন মুমিন সফল হয়। বক্তারা আরো বলেন, হজ গমনকারী আল্লাহর মেহমানদের সম্মানিত করা মানে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা।

এতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, সাবেক কাউন্সিলর আবদুল কাদের, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আবদুল হালিম দোভাষ, আবু সাদাত দোভাষ সাগর, আওয়ামী লীগ নেতা আবদুল হাই, জহির আহমদ বাবুল হক, জামাল উদ্দিন সেকান্দর, মো. তারেক সর্দ্দার, মো. ইলিয়াছ, হাজী আবদুল মাবুদ, মনজুর আলম, তারেক ইমতিয়াজ ইমতু, খোরশেদ আলম রহমান, সাইফুদ্দিন আহমেদ, তাজউদ্দিন রিজভী, তানভীর আহমেদ রিংকু, আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী, সামিউল হাসান রুমন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework