ফটিকছড়ি-লোহাগাড়ায় ইউপি নির্বাচনে সহিংসতা, আহত ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ অক্টোবর ২০, ০৩:৩৩ অপরাহ্ন
চট্টগ্রামের ৬ উপজেলার ১১ ইউনিয়নের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরমধ্যে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চেয়ারম্যান ও ইউপি সদস্যের সমর্থকেরা। এতে ফটিকছড়িতে ৩জন ও আমিরাবাদে ২জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে এ তথ্য পাওয়া গেছে। ভূজপুর থানার ওসি (তদন্ত) ওবায়দুল ইসলাম ও লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদের নির্বাচনে শোভনছড়ি জে এম সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সকাল ১১ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে আলী আকবর জুনু, ইমাজ উদ্দিন জেম নামে তিন জন আহত হয়েছে। তাদের মধ্যে আলী আকবর জুনু গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ১নং ওয়ার্ডের আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রসহ অন্য একটি ভোটকেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে সংঘর্ষে জড়ালে দুইজন আহত হয়। এ সময় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়। কয়েকটি বুথে দুর্বৃত্তদের হামলার কারণে ভোট স্থগিত করা হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার মো. ইয়াকুব। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিভয়েসকে বলেন, দুটি জায়গায় নির্বাচনে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework