ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি নেতা সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলা এবং দুর্নীতির একটি মামলা বিচারাধীন রয়েছে। ৫ আগস্টের পর তিনি অপসারিত হন।