ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ১১:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে আমরা একটি মানবিক রাষ্ট্র গড়বো। জামায়াতে ইসলামী শোষণহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে ফটিকছড়ির নারায়ণহাট জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ‘মানবিক উত্তর ফটিকছড়ি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিভিন্ন মানবিক কাজে এগিয়ে রয়েছে। সিলেট ও ফটিকছড়ির বন্যায় জামায়াতে ইসলামী সবার আগে এগিয়ে এসেছে। দেশের যে কোনো ক্রান্তিকালে জামায়াতে ইসলামী সে ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

‘মানবিক উত্তর ফটিকছড়ি’র সমন্বয়ক ও সমাজসেবক হাসান শামসুদ্দিনের পৃষ্ঠপোষকতায় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুহাম্মদ আলকাদেরীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। উদ্বোধক ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম।

সংগঠক ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকবাজার থানা জামায়াতের আমীর খালেদুল আনোয়ার, জিয়াউল হক জিয়া, এম এ মান্নান, মাওলানা মহিউদ্দিন আহমেদ, মাওলানা জাহাঙ্গীর আলম, আবু তাহের, ইয়াসিন আরফাত, মাস্টার জাহাঙ্গীর আলম, মাস্টার হাসান, সাংবাদিক মো. কাউসার সিকদার প্রমুখ। এসময় আমন্ত্রিত অতিথিরা ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework