১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর নিশ্চিন্তাপুর নুর ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আয়োজনে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে এবং ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন (উদ্বোধক), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মনসুর আলম চৌধুরী (প্রধান অতিথি)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমত উল্লাহ কুতুবী, আলী জহির, মিয়া মোহাম্মদ আনিসুর রহমান টুটু, মিয়া মনছুর উল আজম, সৈয়দ নাসির উদ্দিন রঞ্জিত, বাবর মিয়া বাবলা, নজরুল ইসলাম, মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ তারেক, রোকন উদ্দিন, মামুন সরোয়ার, মোহাম্মদ আবুল হাসেম, জুলফিকার আলী, মোহাম্মদ হাসান টিপু, এমদাদুল ইসলাম, নজিবুল করিম, জোবাইদুল ইসলাম সবুজ, মোহাম্মদ মিনহাজ উদ্দিনসহ আরও অনেকে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৪র্থ খেলায় আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রদলকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নানুপুর ইউনিয়ন ছাত্রদল।