ফটিকছড়ি ছাত্রদলের সদস্য সচিবের চাঁদাবাজি বিরোধী বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০২, ০১:২৫ অপরাহ্ন

ছাত্র দলের নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজি করছে। তারা আসলে ছাত্রদলের কেউ নয়। ছাত্রদল শিক্ষা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবে। এখানে কোন চাঁদাবাজের ঠাঁই নেই- ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. বেলাল উদ্দিন মুন্না।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনটির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক সাইফ সুমন, জেলা ছাত্রদলের সদস্য রাব্বি কায়েম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ, খোরশেদ, নাসির, ফারুক, সদস্য আব্দুল হালিম, আবু সাইদ রুবেল। পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভির চৌধুরী, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন মামুন, সদস্য হাসান, ফারুক, নাজিরহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আরাফাত প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework