পাহাড় কাটার অভিযোগে যুবকের ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১২, ১১:৪৩ পূর্বাহ্ন

পাহাড় কাটার অভিযোগে যুবকের ৭ দিনের কারাদণ্ড  

নগরের আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগে মো. শাহজাহান (৪০) নামে  একজনকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত  একটি  এস্কেভেটর জব্দ করা হয় ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ কারাদণ্ড দেওয়া হয়।  

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় আকবরশাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার জন্য পাহাড় কাটা হচ্ছে।

অভিযানে গিয়ে পাহাড়কাটা অবস্থায় এস্কেভেটরসহ একজনকে আটক করা হয় এবং মোবাইল কোর্টে পাহাড়কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও পাশাপাশি এস্কেভেটরটি জব্দ করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework