চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২৮ ডিসেম্বর শনিবার রাতে পাইন্দং উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. নুরুল আলম কালু এবং সঞ্চালনায় ছিলেন মো. জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিচ মিয়া ইলিয়াস, সুজাউদ্দীন চৌধুরী এবং আজিজ উল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম মনি, মোহাম্মদ হান্নান চৌধুরী, শফিউল আজম, মঈন উদ্দিন চৌধুরী, আমিন তালুকদার, জিয়াদ মাহমুদ চৌধুরী, এম এ সুজন তালুকদার, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অনেকে।
সম্মেলনে পূর্বের পাইন্দং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। সরাসরি ভোটে মো. মঈন উদ্দিন চৌধুরী সভাপতি এবং মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তবে নবগঠিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে ২৯ ডিসেম্বর রোববার বিকালে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু আজম তালুকদার। সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, নতুন গঠিত কমিটি ভিত্তিহীন এবং সিনিয়র নেতৃবৃন্দকে বাদ দিয়ে এটি গঠন করা হয়েছে, যা তারা মেনে নিতে পারেন না। তারা বিষয়টি উর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করেছেন এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।