পতেঙ্গায় রিকশার ওপর কন্টেইনার পড়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ মে ১০, ০৫:১৭ অপরাহ্ন

নগরের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার ছিটকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গা থানা  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন।
ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম রায়হানুল আশরাফ হোসেন জানান, চলন্ত লরি থেকে পাশ দিয়ে যাওয়া রিকশার ওপর কনটেইনার ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। রিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। ক্রেন এনে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকাজে ছুটে আসেন নৌ-বাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সদস্যরা। দুর্ঘটনার পর বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি বড় কন্টেইনার রিকশার ওপর পড়ে গেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যায়। তাদের মধ্যে একজন রিকশা চালক ও অপরজন আরোহী। গুরুতর আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  লরি জব্দ করে এর চালককে আটক করা হয়েছে।  

সিএমপির বন্দর জোনের সহকারি কমিশনার শাকিলা সোলতানা বলেন, পতেঙ্গা থানার সামনে দিয়ে কনটেইনারবাহী লরি কাটগড়ের দিকে যাচ্ছিল। নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে লরি থেকে কনটেইনারটি ছিটকে একটি রিকশার ওপর চাপা পড়ে। লরিতে কনটেইনার লোহার শেকল দিয়ে বাঁধা থাকে। ধারণা করছি, এটি ভালোভাবে আটকানো ছিল না। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework