পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

পটিয়া প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ১৬, ০২:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আরফাত (২৮)। সে পৌরসভার ১নং ওয়ার্ড কাগজীপাড়া এলাকার মৃত আবু তাহেরের পুত্র।

শুক্রবার বেলা ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত যুবক মোহাম্মদ আরফাতের পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে তার মোটর সাইকেলে তেল ঢুকানোর জন্য পটিয়ার আমজুরহাট এলাকায় যান। গাড়িতে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস (কক্সবাজার জ-১১-০০২০) তাকে ধাক্কা দেয়। এসময় সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছেন, বাস চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework