পটিয়ায় শ্যামলী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ- গুরতর আহত ৩

নিজস্ব প্রতিবেদক,পটিয়া
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ১৪, ০৩:১৩ অপরাহ্ন

 চট্টগ্রামের পটিয়ায় শ্যামলী পরিবহনের একটি ভ্রমন বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে মুরগির বাচ্চা পরিবহনবাহী একটি মিনি পিকআপ। এ ঘটনায় গুরতর আহত হয়েছে দুই সহোদর ভাই সহ আরো একজন।

আহতরা হলেন, নোয়াখালী জেলার সুবর্ণচর গ্রামের নুরুন্নবীর ছেলে নাছির উদ্দীন (২৫) ও চান মিয়া (২৫) এবং একই এলাকার মো: ইউসুফের ছেলে সানাউল্লাহ (১৭)।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাইপাস করল মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহত সানাউল্লাহ জানান, তারা নোয়াখালী থেকে কক্সবাজারে পিকআপ করে মুরগির বাচ্চা নিয়ে আসছিল। পটিয়া বাইপাস করল এলাকায় আসলে বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের একটি বাস তাদের গাড়িতে সামনে থেকে জোরে ধাক্কা দিলে তাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায়।

এবিষয়ে ফায়ার সার্ভিস এর পটিয়া ষ্টেষন মাষ্টার,মো: সাইদুল জানান, কক্সবাজার থেকে রংপুরের উদ্দ্যেশ্যে চেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি ভ্রমন বাসের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা ৩ জন পিকআপের ভেতর আটকে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আমরা পিকআপের ভেতর থেকে দুইজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ ওসমান জানান, দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিক ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে। এখনো পর্যন্ত কোন পক্ষই মামলা করতে আসেনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework