পটিয়ায় মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতের সমন জারি

নিজস্ব প্রতিবেদক, পটিয়া প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২০, ০৪:৩৩ অপরাহ্ন

পটিয়ায় এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতের সমন জারি করা হয়েছে। উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য নাছিমা আকতারের বিরুদ্ধে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই সমন জারি করেছে।

বুধবার (১৭ এপ্রিল) পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সায়েম বাদী হয়ে নাছিমা আকতারকে আসামী করে একটি সিআর মামলা দায়ের করেন। আদালতের  বিচারক বেগম তাররাহুম আহমেদ শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে আসামি নাছিমা আকতারের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সাবেক হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঈগল প্রতীকের পক্ষে কাজ করেন মহিলা ইউপি সদস্য নাছিমা আকতার । ঐ সময় সে এলাকার লোকজনকে নলকূপ,বিধবা ভাতা,বয়স্ক ভাতা,পঙ্গু ভাতা ইত্যাদি দিবে বলে এবং ভূয়া টিসিবি কার্ড দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তার মনোনীত প্রার্থী সামশল হক চৌধুরী ভোটে পরাজিত হওয়ায় নির্বাচনের পরে প্রতিশ্রুতি মোতাবেক কাজ করতে না পারায় ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত দেওয়ার জন্য মহিলা মেম্বার নাছিমা আকতারের উপর চাপ সৃষ্টি করে । চাপ সৃষ্টির পেছনে মামলার বাদী মো: সায়েম,চেয়ারম্যান এহসানুল হক ও এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীর ইন্ধন রয়েছে সন্দেহ করে নাছিমা আকতার বিভিন্ন জায়গায় গালাগালি করছে । 

মামলার বাদী মো : সায়েম মেম্বার  জানান, গত ৩১ মার্চ শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের ভিতরে সবাইকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। আমি প্রতিবাদ করলে সে আমার আঙ্গুলে কামর দিয়ে আহত করে। 

মহিলা মেম্বার নাছিমা আকতারের স্বামী সাইর আহমদ জানান,শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ, মিজানুর রহমান, নজরুল ইসলাম ও নাছিমা আকতার পরস্পর যোগসাজশে বহু অপকর্মের সাথে জড়িত। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework