চট্টগ্রামের পটিয়ায় কেক কেটে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে গভীর রাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কেক কাটেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং ছাত্রলীগের পক্ষে স্লোগান দিয়ে দিনটি পালন করেন।
রাত ১২টা ১ মিনিটে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইণ হসপিটাল এলাকায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় সরকারের পতনের পর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে চলে যান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ছাত্রনেতা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার খোরশেদ আলমের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দেন এবং পরবর্তীতে কেক কাটেন।