নিম্নমানের সার্জিক্যাল মাস্কের বিক্রি বেড়েছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ এপ্রিল ০১, ১১:২৮ পূর্বাহ্ন
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চাহিদা বাড়ায় চট্টগ্রামে যেখানে সেখানে বিক্রি হচ্ছে নিম্নমানের সার্জিক্যাল মাস্কসহ নানা চিকিৎসা সামগ্রী। চিকিৎসকরা বলছেন, নিম্নমানের মাস্ক ব্যবহারে উল্টো সংক্রমণ হবে নানা রোগের। অন্যদিকে গত এক সপ্তাহের ব্যবধানে মাস্কের দাম বেড়েছে দ্বিগুণ।মাস্কের গুণগতমান নিয়ে এমনই বক্তব্য বিক্রেতাদের। চট্টগ্রাম নগরীর পাইকারি বাজারগুলোতে গেলেই চোখে পড়বে বস্তায় বস্তায় নিন্মমানের সার্জিক্যাল মাস্ক। তবে ক্রেতা-বিক্রেতা কেউ জানে না এ মাস্কের গুণগতমান কী। তারপরও করোনার সংক্রমণ বাড়ায় কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেদার বিক্রি হচ্ছে এসব মাস্ক। দামও বেড়েছে দ্বিগুণ। চমেকের চর্মরোগ বিভাগের  অধ্যাপক অজয় ঘোষ বলছেন, আসল সার্জিক্যাল মাস্ক হবে তিন স্তরের। তবে বাজারের নিম্নমানের মাস্ক ব্যবহারে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। তবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের দাবি, নিম্নমানের হ্যান্ড সেনিটাইজার ও মাস্কের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪০ হাজারের মতো। আর মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework