নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে মা দিবসের বার্তা

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মে ১২, ০৪:১২ অপরাহ্ন

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ রোববার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দীন আলী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫-বি ৪ এর জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মায়েদের ‘মা দিবস’-এর শুভেচ্ছা জানিয়ে বলেন, “মায়েদের দায়িত্ব অনেক। শুধু সন্তান জন্ম দিয়ে স্কুলে পাঠানোই যথেষ্ট নয়, তাদের ব্যবহার, সম্মানবোধ ও পড়াশোনার দিকে নজর রাখতে হবে। এসব নৈতিক শিক্ষা একজন শিক্ষিত মা-ই দিতে পারেন। যদি একজন মা নিজে সম্মান ও মূল্যবোধ না বোঝেন, তাহলে সন্তানকেও তা শেখাতে পারবেন না।”

তিনি বলেন, “নেপোলিয়নের একটি বিখ্যাত উক্তি আছে—‘আমাকে একজন শিক্ষিত মা দাও।’ তাই প্রত্যেক মা যেন সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।” তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “কমপক্ষে মাসে একবার হলেও সন্তানের পড়াশোনার খোঁজ নিতে স্কুলে আসুন। অনার্স, ডিগ্রি বা মাস্টার্স নয়—সন্তানের প্রকৃত শিক্ষা পরিবারের মাঝেই নিহিত।”

সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মধু রঞ্জন বড়ুয়া ও সহকারী শিক্ষক বাবু শুভ বড়ুয়া। সভাপতির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, “স্কুলটি অনেক পিছিয়ে পড়া। তাই সবার সহযোগিতায় এটি সামনে এগিয়ে নিতে চাই। যতদিন আমি দায়িত্বে থাকব, ততদিন শিক্ষার মানোন্নয়নে কাজ করব।” তিনি আরও জানান, “বিগত দিনের স্কুল ফান্ডের সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। যারা দায়িত্বে ছিলেন, তাদের থেকে এ বিষয়ে স্পষ্ট হিসাব আশা করছি। কারণ এটি আমাদের সন্তানদের এবং বিদ্যালয়ের অধিকার। ফান্ডের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মো. গিয়াস উদ্দিন, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মো. নাজিম উদ্দিন, অভিভাবক সদস্য মো. এনায়েত উল্লাহ চৌধুরী। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মো. নুরুল আবছার এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মো. হোসেন। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মায়েদের পুরস্কৃত করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework