দেশের অর্থনৈতিক উন্নতিতে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে অধ্যক্ষ নুরুল আমিনের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ০২:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি বলেছেন, বর্তমান সময়ে ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। দেশের অর্থনৈতিক উন্নতি এবং নৈতিক মূল্যবোধের সমুন্নত রাখতে ব্যবসায়ীদের সচেতন হতে হবে।

১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার ফটিকছড়ি সদর কুটুমবাড়ি রেস্টুরেন্টে ফটিকছড়ি জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগের উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে কিছু ব্যবসায়ী দেশের মানুষের উপর শোষণ চালিয়েছে এবং দেশ থেকে অর্থ লুটপাট করেছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে এবং তাদের সঙ্গে থাকা ফ্যাসিস্ট ব্যবসায়ীরাও পালিয়েছে। বর্তমানে দেশ একটি অন্তর্বর্তীকালীন অবস্থায় রয়েছে।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়ী সমাজের উচিত ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সময়ে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, নীতি-নৈতিকতা প্রতিষ্ঠা এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোগ গ্রহণ করা। এমনকি ব্যবসায়ী সংগঠনগুলো যদি শক্তিশালী ভূমিকা পালন করে, তবে দেশে ব্যবসায়ী খাতে সফলতা ফিরে আসবে এবং দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব হবে।

এই সভায় আরও বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ)-এর উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, আইবিডাব্লিউএফ চট্টগ্রাম জোনের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাজান মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসেন, আব্দুল আজিজ, রাশেদুল আলম মঞ্জু, ফটিকছড়ি থানা আমীর নাজিম উদ্দীন ইমু, থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ এবং সাবেক থানা আমীর মাষ্টার নাজিম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, ফটিকছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলাল উদ্দিনসহ বিবিরহাট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো যদি শক্তিশালী ভূমিকা পালন করে, তবে দেশে ব্যবসায়ী খাতে সফলতা ফিরে আসবে এবং অর্থনৈতিক উন্নতি সম্ভব হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework