আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয়-দুদক পতাকা ও বেলুন উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন, জুলাই-আগস্টে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নির্মল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শরমিন আকতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, ছাত্র প্রতিনিধি মো. মিনহাজ উদ্দিন প্রমুখ। এর আগে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপ্তাই সড়কের ইছাখালী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটস নেতা এবং স্কুলকলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ গ্রহণ করেন।