দুই মেয়ের স্বপ্ন পূরণে অটোরিকশা চালাচ্ছেন বিধবা আলিফা

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী, চট্টগ্রাম
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২৭, ০৫:১০ অপরাহ্ন

২৭ এপ্রিল (শনিবার)স্বামীর অকাল মৃত্যুতে ধ্বস নেমে আসে চট্টগ্রামের বাঁশখালীর আলিফার জীবনে, তবুও হার মানতে মোটেও রাজি নন সেই বিধবা আলিফা, অভাবের সংসারের চাকা সচল রাখতে অটোরিকশা নিয়ে বাঁশখালীর সড়কে এই নারী।

বিধবা আলিফা উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রেমবাজার এলাকার মৃত বাহাদুরের মেয়ে।

অভারের সংসারের খরচ যোগানোর মতো কেউ নেই, তাই নিজের জীবনের সব সুখের কথা বাদ দিয়ে দুই মেয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে মেয়েদের  পড়ালেখার খরচ ও বৃদ্ধা মায়ের ঔষধপত্র এবং পরিবারের অভাব মেটাতে অটোরিকশা চালাতে সড়কে নামলো এই বি নারী।

বিয়ের কয়েক বছর যেতে না যেতেই স্বামীর অকাল মৃত্যুতেই বন্ধ হয়ে যায় সংসারের ইনকামের চাকা। এতে বেড়ে যায় অভাব অনটন। অকালে স্বামীকে হারানোর পর দ্বিতীয় কোন সংসারের চিন্তা না করেই বাবা হারা দুই মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এই অভাবের সংসারের সব দায়িত্বভার কাঁধে নিলেন আলিফা।তীব্র তাপদাহের মাঝে সবাই যখন অতিষ্ঠ, ঠিক সেই সময়েও থেমে নেই আলিফা। কষ্টের সংসারের খরচ যোগাতে অটোরিকশা নিয়ে সড়কে নামলেও তাঁর চেহেরাতে কোনো ধরনের পেরেশানিও পরিলক্ষিত হয়নি।

অবিচল আস্থার সাথে দৃঢ় প্রতিজ্ঞায় সংসারের সব দায়িত্ব কাঁধে নিতে রাজি হলেও হার মানতে মোটেও রাজি নন আলিফা। তাঁর এমন দৃঢ় প্রতিজ্ঞা যেনো অভাক করে দিয়েছে সাধারণ মহলকে। নিজের পায়ে দাঁড়াতে আলিফার যে দৃঢ় প্রতিজ্ঞা তা কেবল তাঁর সংসারের জন্য নয় বরং কর্ম অবহেলিত বেকার সময় যাপনকারীদের কর্মমুখী করতেও সহায়ক হবে মনে করছে সাধারণ মহল।

আলিফা জানান,বিয়ের কয়েক বছর যেতে না যেতেই অকালে স্বামী মৃত্যু বরণ করেছে। মহান আল্লাহর এমন সিদ্ধান্তকে ধৈর্য্যের সাথে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিলোনা। তাই নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে আমার দুই মেয়ের ভবিষ্যৎ বিবেচনা করে তাদের পড়াশোনা, ভরনপোষণ ও বৃদ্ধা মায়ের দায়িত্বভার কাঁধে নিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়ে অটোরিকশা নিয়ে সড়কে নেমেছি।

আর আমি নারী হলেও সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ ও অন্যান্য অটোরিকশা চালকরা আমাকে সম্মান ও সহযোগিতা করে থাকেন। কপালের লেখাতো খন্ডন করা যায়না, হয়তো এটাই ছিলো আমার কপালে লেখা। তাই কারো মুখাপেক্ষী না হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আলিফা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework