দি গ্রীণ ভিশন বৃত্তি পরীক্ষা ২০২৪-এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সাংসদ মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম সংবাদ পত্রিকার চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন।
২৬শে ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে সাতকানিয়ার কেরানীহাটে এই পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি গ্রীণ ভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ আব্দুল গণী, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর মুহাম্মদ জাহিদুল আলম, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক।
এছাড়া বক্তব্য প্রদান করেন আশশেফা স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক প্রধান অধ্যাপক জয়নাল আবেদীন, একাডেমি ও ইসি সদস্য মাষ্টার জয়নাল আবেদীন, ইসি সদস্য প্রফেসর ফরিদ আহমদ, ডিরেক্টর জামাল উদ্দিন, এবং আশশেফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদ হোসেন।