তরুণ আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বাঁশখালীতে বিক্ষোভ

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৪ নভেম্বর ২৭, ০৪:৫৮ অপরাহ্ন

উগ্রবাদী ইসকন সন্ত্রাসীরা চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম (আলিফ) হত্যার প্রতিবাদে বাঁশখালী আইনজীবী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাঁশখালী আদালত ভবন ও উপজেলা সদর এলাকায় তাৎক্ষণিক ভাবে এই বিক্ষোভ মিছিল করে বাঁশখালী আইনজীবী সমিতি।

সমাবেশে আইনজীবীরা বলেন, ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, এ দেশের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে তৎকালীন আওয়ামী সরকার পতনের পর থেকে তারা বিভিন্ন ভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণস্থ কেন্দ্রীয় জামে মসজিদে ভাঙচুর ও মুসল্লীদের উপর হামলার ঘটনা ঘটিয়ে ক্ষান্ত হয়নি তারা, তরুণ আইনজীবী সাইফুল ইসলাম (আলিফ)কে জবাই করে নৃশংস ভাবে হত্যা করেছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারী সমর্থকরা।

অবিলম্বে আইনজীবী হত্যাকারী সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন,বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষিত ইসকন নামক এ উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনকে এদেশেও নিষিদ্ধ করার দাবি জানান আইনজীবী সমিতি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত এ দেশের স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করতে পাঁয়তারা চালাচ্ছে, উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের উসকে দিয়ে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ভারত। ভারতের বিজেপি নেতার হুমকির পর উগ্রবাদী ইসকন সন্ত্রাসীরা এ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করায় তার সমর্থকরা মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে তাণ্ডব, মসজিদে হামলা ও ভাঙচুর করা এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম (আলিফ)কে প্রকাশ্যে জবাই করে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এ উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান বিক্ষোভকারীরা।

বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট দিদারুল আলম, অ্যাডভোকেট নাজমুল আলম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুল আলম, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মহিউদ্দিন, আইনজীবী সহকারী সমিতির সভাপতি আহমদুর রহমান, সেক্রেটারি মৌলভী হোসাইন উদ্দীন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework