তরুণদের অগ্রণী ভূমিকায় উন্নত বাংলাদেশের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ১৬, ০৪:৪৫ অপরাহ্ন

বাঁশখালীর পৌরসভায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

"তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বাঁশখালী পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ, পৌরসভার জামায়াতের আমীর মুহাম্মদ আবু তাহের, পৌর বিএনপি নেতা মুহাম্মদ রাসেল ইকবাল মিয়া, মিয়া পরিবারের সন্তান শেখ ফরিদ উদ্দিন রাজু, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদার হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ২০২৪ সালে যেভাবে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণবিপ্লবের মধ্য দিয়ে এ দেশের ১৮ কোটি মানুষকে ফ্যাসিসমুক্ত করতে সক্ষম হয়েছি, ঠিক তেমনি দেশে সুশাসন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশবিরোধী এবং দেশ-বিদেশের সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। তরুণরা ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করলে তাদের হাত ধরে একটি উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework