জেনারেল হাসপাতালে বসছে অক্সিজেন জেনারেটর

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ নভেম্বর ২৪, ১২:১৫ অপরাহ্ন

অক্সিজেন সরবরাহ বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন জেনারেটর। এর ফলে  রোগীদের সহজেই অক্সিজেন সুবিধা দেওয়া যাবে।

জানা যায়, প্রতি মিনিটে ৫০০ লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ জেনারেটর বসানোর কাজ কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। এরই মধ্যে জেনারেটরটি স্থাপনের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। এ কাজটি সম্পন্ন করবে বেসরকারি মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এনিফকো হেলথ কেয়ার।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, অক্সিজেন জেনারেটর বসানো হলে তরল অক্সিজেনের খরচ কমবে। মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন হলে কম অক্সিজেন প্রয়োজন হওয়া রোগীদের সাপোর্ট দেওয়া যাবে। এতে তরল অক্সিজেনের ওপর চাপ কমবে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework