জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১১, ০৬:১৮ অপরাহ্ন

১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত দীর্ঘ ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা'র সন্দ্বীপ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত ৬ ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটির সম্মেলনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের ১৪ উপজেলার সাথে  ১১ সদস্য বিশিষ্ট সন্দ্বীপ  উপজেলা শাখার  কমিটি ঘোষণা করা হয়।

পরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি  মো. মমিনুর রশীদ শাইন ও মহাসচিব  মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এবং তাদের হাত দিয়ে সন্দ্বীপ  উপজেলা কমিটির কাছে অনুমোদন পত্র হস্তান্তর করা হয়। এতে দৈনিক আমার সংবাদ ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমন কে সভাপতি ও দৈনিক মানবাধিকার প্রতিদিন সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

কমিটির অনন্যরা হলেন সহ সভাপতি রিদোয়ানুল বারী (দৈনিক  প্রথম বাংলা)  মীর মাইনউদ্দীন (দৈনিক যায় যায় কাল) যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান( দৈনিক জবাবদিহি ও শাহ আমানত) সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান (দৈনিক আলোকিত সকাল) অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব (দৈনিক আমার বার্তা) প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আসির (সি প্লাস টিভি) দপ্তর সম্পাদক আবদুল হামিদ( দৈনিক সমাচার) সদস্য পুষ্পেন্দু মজুমদার (দৈনিক যায় যায় দিন ও দৈনিক দেশ বর্তমান) শাহাদাত হোসেন (পদ্মা টিভি)।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework