জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে, সেক্টর কমান্ডারস ফোরামের মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ১৬, ০৫:৪০ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ‍্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।

 আজ ১৬ মার্চ শনিবার বা'দ যোহর নগরীর লালদীঘি শাহী জামে মসজিদে আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম আশরাফীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী,সহ সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, নাজিম উদ্দিন,মঈনুল আলম খান,নুরুল হুদা চৌধুরী,শফিকুর রহমান,ডাঃ ফজলুল হক সিদ্দিকী,মোজাম্মেল মানিক,রায়হান উদ্দিন,ইলিয়াস হায়দার,ইসমে আজিম আসিফ, মফিজুর রহমান,মুনতাসীর হিসাম, ডাঃ মনিরুল ইসলাম,আইমান উদ্দিন,এস এম মাহী, রাশেদুল আলম, আবদুল্লাহ আল কাদের জুয়েল প্রমূখ নেতৃবৃন্দ সহ মুসল্লীরা অংশ নেন।

মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বেদারুল আলম চৌধুরী বেদার বলেন ; বিশ্ববাসীর কাছে এক সুতোয় গাঁথা দুটি শব্দ - বঙ্গবন্ধু ও বাংলাদেশ । বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙ্গালির জাতীয় মুক্তির নিরবচ্ছিন্ন আন্দোলন সংগ্রামের ফসল মহান মুক্তিযুদ্ধে অর্জিত বাঙ্গালির স্বাধীন জাতি রাষ্ট্র, বাংলাদেশ। বঙ্গবন্ধু বাঙ্গালির মানসপটে চির ভাস্বর ও অম্লান হয়ে থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework