জঙ্গল সলিমপুরে স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ অক্টোবর ০৯, ০৩:২২ অপরাহ্ন
সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় স্পর্শকাতর স্থানে স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত নারীকে আটক করেছে। শুক্রবার (০৯ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুরের ৫ নম্বর সমাজ এলাকায় এ ঘটনায় মারা যান আবুল হাশেম নামের ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ নিহত আবুল হাশেমের স্ত্রী লাইলীকে আটক করে। লাইলী বর্তমানে সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে রয়েছেন। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, শুক্রবার সকালে জঙ্গল সলিমপুরের ৫ নম্বর সমাজ এলাকায় স্বামী আবুল হাশেমের স্পর্শকাতর স্থানে স্ত্রী আঘাত করলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই লাইলীকে আটক করা হয়েছে। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, আটক লাইলী দাবি করেছে-বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আবুল হাশেমকে লাথি মারেন। পরে চিকিৎসা নেন আবুল হাশেম। শুক্রবার সকালে তিনি মারা যান। ওসি বলেন, আসলে কি কারণে আবুল হাশেমকে মারধর করেছে এবং আর কেউ জড়িত কি-না তা তদন্তে জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework