ছোট শিশু দুর্জয় নাথকে বাঁচতে চাই: সকলকে এগিয়ে আসার আহ্বান
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ জুলাই ২৪, ০২:২১ অপরাহ্ন
কাপ্তাই উপজেলার বড়ইছড়ি ব্রিকফিল্ড এলাকার অসহায় পরিবারের বাসিন্দা রতন নাথ ও দীপালী নাথের একটি মাত্র পুত্র দুর্জয় নাথ। দুর্জয়ের ৪ বছর বয়স থেকে শরীরের চামড়ায় এক প্রকার ঘাঁ দেখা দেয় তখন তার মা দীপালী নাথ বিভিন্ন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে থাকে, কিন্তু কোন ফলাফল না পাওয়ায় গত দুই মাস আগে তার মা দীপালী নাথের বাড়ি কক্সবাজারে একজন চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে চামড়ার ঘাঁ শুকানোর জন্য করার জন্য একটি ইনজেকশন দেন এবং এর পর থেকেই তার শরীরে ফোলা আসে, এবং সেই মুহুর্তে তার শরীর অতিরিক্ত ফুলে যাওয়ায় তার পিতা-মাতা পুনরায় ওই ডাক্তারের কাছে গেলে দুর্জয়কে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে চট্টগাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সেই সাথে মেডিকেল ডাক্তারেরা দুর্জয়ের রোগ শনাক্তের জন্য বিভিন্ন পরীক্ষা করতে বলেছেন। এছাড়াও পরীক্ষা করার পাশাপাশি তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু পরীক্ষা করাতে প্রচুর অর্থের প্রয়োজন। অসহায় পিতা রতন নাথের পক্ষে এত টাকা বহন করা সম্ভব হচ্ছেনা। তাই তার পিতা মাতা সকলের দ্বারে দ্বারে গিয়ে ছেলের রোগ মুক্তির চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করছেন।
আসুন আমরা সকলে যে যার সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারের সন্তান দুর্জয় নাথকে বাঁচাতে এগিয়ে আসি।
যোগাযোগের ঠিকানা:-
পিতা:- রতন নাথ।
01645310551
01823546552