চবির ঝর্ণার পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ জুলাই ১৩, ০৪:৩৮ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের পাশের ঝর্ণার পানিতে তলিয়ে সাইফুল ইসলাম মুন্না নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি হাটহাজারীর ফতেপুর এলাকার আলম ফকির বাড়ির সন্তান এবং হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ঝর্ণার পাশের পাহাড়ে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে থাকে। সোমবার বেলা ১১টার দিকে পাহাড়ে গাছ দেখতে গেলে হঠাৎ ঝর্ণার পাশ দিয়ে আসার সময় পা পিছলে ঝর্ণায় পড়ে যান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা শোনার সাথে সাথেই হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিই। দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।