চন্দনাইশে সনদ জালিয়াতির অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৮, ০৬:১৭ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশে দীর্ঘদিন ধরে পৌরসভার সব ধরনের সনদের জাল সনদ তৈরি করে বিক্রি করা 'মিনি পৌরসভা' নামে আলোচিত সেই দোকানে অভিযান চালিয়ে মালিককে আটক করা হয়েছে। এসময় দোকানের কম্পিউটার, হার্ডডিস্ক ও বিভিন্ন ধরনের জাল সনদ জব্দ করে দোকান সিলগালা করা হয়েছে। আটক দোকান মালিক মোহাম্মদ ওসমান স্থানীয় আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে দোহাজারী পৌর এলাকার সিটি সেন্টারে ওসামান মোবাইল সিটি নামক দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে দেখা যায় পৌরসভায় যে সনদগুলো পাওয়া যায়, সে সকল ধরনের জাল সনদ তৈরি করে সিল দিয়ে বিক্রি করেন তিনি। পৌরসভা অফিস উর্ধতন কতৃপক্ষের অনুমতি ছাড়া জন্ম নিবন্ধন সনদ সংশোধন করা যায় না, কিন্তু তারা প্রক্সি সার্ভার দিয়ে অন্য এলাকার ঠিকানা দিয়ে সংশোধন করে দিচ্ছিলেন। জন্ম ও মৃত্যু সনদ, জাতীয়তা সনদসহ বিভিন্ন জালিয়াতির প্রমাণ মিলেছে। আটক উসমানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework