চন্দনাইশে পূর্বের নিধারিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : রবিবার, ২০২৪ অক্টোবর ২৭, ০৩:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় পূর্বে নির্ধারিত জায়গা গাছবাড়িয়া ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে মডেল মসজিদ নির্মাণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ (অক্টোবর) রবিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে উপজেলার ধর্মপান মুসলমান ও অত্র এলাকার সর্ব স্থরের সাধারণ জনগনের আয়োজনে হাশিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু,চন্দনাইশ উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,আলহাজ্ব আবদুল মন্নান,সাইফুল ইসলাম,কাজী কুতুব উদ্দিন,আইনুল হুদা চৌধুরী,তসলিম হোসেন,বদিউল আলম চৌধুরী,শওকত উসমান টিপু,আবু শামাসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সারা দেশের মত চন্দনাইশ উপজেলায়ও মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে।

মডেল মসজিদ নির্মাণের জন্য শুরুতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকার ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকার ফলে ও চট্টগ্রাম-কক্সবাজারের আরকান সড়ক হওয়ায় এবং সাধারণ জনগনের সুবিধার জন্য সেখানে ঠিক করা হয়। নির্ধারিত জায়গায় যতেষ্ট জায়গা থাকার সত্ত্বেও উপজেলার কিছু কু-চক্র মহল তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে অন্য জায়গায় মডেল মসজিদ নির্মাণ করার পায়তারা চালাচ্ছে। বক্তারা আরও বলেন অবিলম্বে পূর্বের নির্ধারিত জায়গায় এই মডেল মসজিদ নির্মাণ করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচিসহ আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। সুতরাং কোন ধরণের বৈষম্য না করে সকলের সুবিধার জন্য পূর্বের নির্ধারিত জায়গায় মডেল মসজিদটি নির্মাণ করার দাবী জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework