চট্টগ্রামের চন্দনাইশে শাহ্ আমিনুল্লাহ (রহ:) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ই ফেব্রুয়ারি (বুধবার) সকাল থেকে মাহবুব চৌধুরী'র মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহ্ আমিনুল্লাহ (রহ:) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার প্রধান তত্ত্বাবধায়ক আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটি ল.এন্ড অয়ার ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ক্যাপ্টেন অব. কাদের মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, জোয়ারা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মাহফুজ মিয়া, আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মো. আনছার উদ্দিন।
মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ফোরকান উদ্দিন, আব্দুল কাদের জুয়েল, হাফেজ মো. ইরফান উদ্দিন, মো. শরিফ, মো. সালাউদ্দিন, মো. তানভীর হাসানসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এই ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই মানসম্মত শিক্ষাসহ শিশুর সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সেতুবন্ধন অত্যন্ত জরুরি।