চন্দনাইশ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. কামেলা খানম রুপার বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ এবং ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ জুন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। সে সাথে উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা মিটিং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, বিদায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড.কামেলা খানম রুপা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা, ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আজাদ হোসেন প্রমূখ। এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা কে বিদায় জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন বিভিন্ন পেশাজীবী সংগঠন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় এর হাতকে শক্তিশালী করতে ও চন্দনাইশ উপজেলার উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা চাই। আগামী ৫ বছর চন্দনাইশ বাসির কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়াতে চন্দনাইশ বাসির প্রতি কৃতজ্ঞ। এসময় চন্দনাইশ উপজেলা আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না পৌরসভার মেয়রবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ। এ বিষয়ে র্নিবাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন আমরা থাদেরকে চিটি দিয়েছি তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।
চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করলে তারা বলেন তাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় কথা বলছেন এবং যথা সম্মান না পূর্বক দাওয়াত না করায় তারা উপস্থিত হয়নি।