চন্দনাইশে উচ্ছেদ অভিযানে ঘর হারালো ৭ পরিবার

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ,
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ১০, ০১:০৯ অপরাহ্ন

চন্দনাইশে সরকারি খাসজমি উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

 জেলা প্রশাসনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উচ্ছেদ অভিযান পরিচালনা করে জাফরাবাদ মৌজার ৩১ শতক জমি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা।

 এই সময় অবৈধ দখলকারী মোহাম্মদ জয়নাল, মো. কামাল, মনির আহমদ, কামাল উদ্দীন, আকতার উদ্দীন, নাজিম উদ্দীন, জাহিদুল ইসলাম, মো. জাবেদসহ ৭ পরিবারে ৩৫ সদস্য গৃহহীন হয়ে পড়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে বসবাস করে আসছে এইসব পরিবারগুলো। উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদের দাবি, এ জমি সরকারের নয় বরং তাদের পূর্ব-পুরুষের নামে  রেখে যাওয়া ভিটেমাটি। আর.এস ও বি.এস খতিয়ান তাদের পূর্ব-পুরুষের নামে রয়েছে। এই বিষয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান  রয়েছে বলে জানিয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন, ‘প্রায় ৫০ লাখ টাকার সরকারি খাস জমি অবৈধ দখলে ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত আদেশ পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছেন বলে জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework